কোনো প্রকার এপস ছাড়াই ফেসবুকের যেকোনো ভিডিও ডাউনলোড করবেন যেভাবে! একদম সিম্পল…

by admin
124 views

আমাদের দৈনান্দিন জীবনের ফেসবুকের ব্যবহার ব্যাপক হারে বেড়েই চলছে। আমরা আমাদের ব্যক্তিগত ছবি, ভিডিও বা ডকুমেন্টস ছাড়াও অনেক প্রয়োজনীয় জিনিস শেয়ার করে থাকি। যেটা আমাদের ফেসবুকের বন্ধু বান্ধব সহ অনেকের দরকার হয়ে পড়ে।

ফেসবুক ব্রাউজার থেকে ছবি, ডকুমেন্ট কালেক্ট করা গেলেও ভিডিও ডাউনলোড করা যায় না। তাই অনেক প্রয়োজনীয় ভিডিও আর নেওয়া হয়না।

আমি আপনাদের সাথে এনিয়ে ছোট একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। যার মাধ্যমে আপনারা সহজেই কোন প্রকার বাড়তি এপস ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন!

যা লাগবে, তেমন কিছুই না শুধু আমাদের একটা ভালো মানে ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজার, ইউ সি ব্রাউজার যেটা সচারচার আমাদের সবার স্মার্ট ফোনেই থাকে।

প্রথমে, আমরা যেই ভিডিওটি নিতে চাই সেই ভিডিওটির লিংক কপি করে রাখবো।

তারপর আমাদের মোবাইলের ব্রাউজারের সার্চবারে গিয়ে কপি করা লিংকটি পেস্ট করবো।

পরে লিংকটিতে সাথে সাথে সার্চ না করেই লিংকটিতে সামান্য পরিবর্তন করে নিবো।

লিংকটির শুরুর দিকে (www) এর পরিবর্তে (mbasic) লিখে নিবেন। ব্যাস এটুকুই। বাকিগুলো অপরিবর্তিত থাকবে।

আপনারা চাইলে সরাসরি সার্চ পরিবর্তন না করে আলাদা করে অন্য কোথাও থেকে পরিবর্তন করে এনে সার্চ করতে পারেন।

তারপর সার্চ দিলে প্রদত্ত লিংকের ভিডিওটি আসবে। তারপর ভিডিওর ভিতরে ক্লিক করে ডান পাশে ডাউনলোড অপশন থাকবে সেটি ডাউনলোড করেন নিবেন।

আর যারা ওয়েভ ব্রাউজারে ফেইসবুক ব্যবহার করেন তারাও ঠিক একই কাজ করবেন। যে ভিডিও নিবেন সেটির লিংক কপি করে সার্চবারে উপরের নিয়মে যাবেন।

আজ এটুকুই, ভালো থাকবেন।

5 comments

Sawon kamrul April 2, 2020 - 2:46 pm

Thanks bai tips ta dewar jonnk

Reply
admin April 2, 2020 - 2:46 pm

.

Reply
Sawon kamrul April 2, 2020 - 2:48 pm

Sotti onk kajjokori tips
Thanks bai

Reply
admin April 2, 2020 - 2:57 pm

thanks

Reply

Leave a Comment