ফেইসবুক আইডি হ্যাক থেকে রক্ষার কতিপয় নিয়ম:
১) Id এর Date of Birth
আপনার id তে আপনি date of birth যেইটা দিয়ে রাখছেন। ওইটা id হ্যাকের জন্য অনেক ভুমিকা পালন করে। অনেকেই date of birth ছাড়া id hack করতে পারে না!। তাই id তে date of birth hide রাখেন। Birth show করানো খুব important হলে year hide রাখবেন।
আবার অনেকেই DoB hide করে মনে করে Id full secured!! নারে ভাই, date of birth ছাড়াও id access নেওয়া যায়। কিন্তু
অনেকেই পারে না!
২) Two factor বা login approval on
কিছু পাতি হ্যাকার তো two factor on রেখে রিতিমতো Challenge দেয় যে কেওই Id Hack করতে পারবেনা!
আরে নাহ রে ভাই, Two step Bypass করা যায়!! কিন্তু ৫ মিনিট থেকে ১ ঘন্টারমতো সময় লাগে Bypass হতে!!
যদি আপনি two step on রাখেন! তাহলে Id হ্যাক হলেও আপনার ফোনে code আসবে!! আপনি বুঝবেন যে কেও Id তে ডুকতে চাচ্ছে!!
আর তখন Id তে ডুকে সাথে সাথে Id secure করে ফেলবেন! Two stp এর সুবিধা এইটাই! আগে settins থেকে personal information এ যাবেন এবং Email চেক দিবেন, নতুন email থাকলে সাথে সাথে remove দিবেন!!
৩) Trusted contacts on রাখা!
Most important এইটা! Id তে সবসময় trusted contacts on রাখবেন! ৩-৫ জন বন্ধুকে add রাখা যায়। যারা এইটা add রাখে না তাদের id হ্যাক হয়! যদি সে অনেক ভালো বুদ্ধিমানও হয়, তবুও তারটার হ্যাক হবে! কারন Fb তে কোনো কিছু submit দিলে তা কোনো ব্যাক্তির দ্বারা যাচাই করা হয় না, যাচাই করে কোনো এক script! Robot বলা যায়! তাকে ধোকা দিয়েই সাধারনত Id টা হ্যাক করা হয়!!
যেভাবে Add করবেন,
Settings-security and login→Choose 3 to 5 contacts লেখা দেখবেন! সেখান থেকে ৩-৫ জন close friend অথবা আপনার নিজেই Id add রাখবেন!!!
৪) Login alerts on রাখবেন!
Settings→security and login option থেকে login alerts on করে দিবেন! এতে করে আপনার Id তে কেও ডুকতে চাইলে আপনার আইডিতে notification আসবে! Message আসবে! Email যাবে যে কেও আপনার আইডিতে ডুকেছে! মানে unknown device থেকে কেও login করলে এমনটা হবে!!
৫) App password!
App password always দিয়ে রাখবেন! এইটা সেট করে রাখলে আপনার আইডির মেইন password ভুলে গেলেও app password এর মাধম্যে আইডিতে আবার ডুকতে পারবেন!!
৬) Simple Id Name
আইডির নাম নরমাল একটা দিবেন, স্টাইলিশ, উল্টা পাল্টা নাম দিলে আইডি নষ্ট হয় দ্রুত, আর ব্যাক আনা যায় না নষ্ট হলে।
এসব সম্পর্কে আরো জানতে এই গ্রুপে জয়েন করুন। IT Protidin এর সাথেই থাকুন।