Redmi Note 9 Pro/ Pro Max HIGHLIGHTS Review
একাধিক লিক আর গুজবের পরে অবসেশে ভারতে Redmi Note 9 সিরিজ এসেছে। আর এই সিরিজের হাইট ফোন Redmi Note 9 Pro Max যা কোয়াড ক্যামেরা, লেটেস্ট প্রসেসার আর বড় ব্যাটারির সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একাধিক জিনিস পাবেন।
দামরেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনটি তিনটি ভেরিয়েন্টে এসেছে এর বেস ভেরিয়েন্টের দাম 6GB, 64GB 14,999 টাকা আর এই ফোনের 6GB র্যাম আর 128GB র দাম 16,999 টাকা আর এই ফোনের 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা। ফোনটি আপনারা 25 মার্চ থেকে মি ডট কম আর অ্যামাজনে বিক্রি হচ্ছে ।
ডিসপ্লে আর ডিজাইন
Redmi Pro Max আর Note 9 Pro ফোনে আছে 6.67 ইঞ্চির ডট নচ ডিসপ্লে আর এই ফোনে আপনারা 3D কার্ভড গ্লাস পাবেন। আর এই ফোনে আছে 3.5mm হেডফোন জ্যাক আর এটি IR ব্লাস্টার আর টাইপ C পোর্টের সঙ্গে এসেছে। আর এই Note 9 Pro Max ফোনের ট্রিপেল কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে আর এই ফোনে আপনারা সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্স্বার পাবেন,। নতুন ডিভাইসটি অরোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, ইন্টারস্টেলার ব্ল্যাক কালারে কিনতে পারবেন।
ক্যামেরা
Redmi Note 9 Pro Max ফোনে আছে কোয়াড ক্যামেরা যা 64MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিচ্ছে আর এই ফোনের ম্যাক্রো ক্যামেরা আর আছে 2MP র ডেপথ সেন্সিং ক্যামেরা আর এই ফোনের ফ্রন্টে আছে 32MP র ক্যামেরা।আর এবার যদি আমরা Redmi Note 9 Pro ফোনে আছে 48MP র মেন ক্যামেরা আর সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা সঙ্গে 5Mp র ম্যাক্রো ক্যামেরা আর সঙ্গে 2MP র ডেপথ সেন্সার। আর এই ফোনে সেলফি নেওয়ার জন্য আছে 16MP র ফ্রন্ট ক্যামেরা।
পার্ফর্মেন্স
দুটি ফোনেই আপনারা পাবেন স্ন্যাপড্র্যাগন 720G আর Note 9 Pro Max ফোনে আপনার 6GB র্যাম আর 8GB র্যাম পাবেন আর সঙ্গে আছে 128GB র স্টোরেজ যা UFS 2.1 স্টোরেজ। আর এই ফপনের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য আপনারা 2+1 স্লট পাবেন আর ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
ব্যাটারি
আমরা যদি ফোনের ব্যাটারির দিকটি দেখি তবে আপনাদের বলে রাখি যে ফোনে আছে 5020mAh য়ের ব্যাতারি আর বড় ব্যাটারির সঙ্গে ফোনে 33W ফাস্ট চার্জ সাপোর্ট আছে আর ফোনটি 30 মিনিটে এতে 50% চার্জ করে দেয়। আর সেখানে এর শুধু Pro ভেরিয়েন্টে আপনারা পাবেন 18W য়ের ফাস্ট চার্জের সাপোর্ট।