Redmi 10x স্পেশাল হাইলাইটস! লেটেস্ট মোবাইল
চায়না টেলিকম ওয়েবসাইটে Redmi 10X দেখা গিয়েছে, থাকছে MediaTek Helio G85 প্রসেসর
বর্তমানে সব থেকে আকর্ষণীয় ফিচারের মধ্যে অন্যতম ফিচার, যা ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে।
সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এক অজানা Redmi ফোন প্রকাশ পেয়েছিলো। M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই স্মার্টফোন। সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে রেডমি ১০এক্স সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে এই ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট। এছাড়াও ফাঁস হয়েছে এই ফোনের দাম।
Redmi 10X-এর দাম
চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে রেডমি ১০এক্স-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন টি। কালার নিয়ে আর সমস্যা থাকছে না। অনেকেই স্পেসিফিকেশন সবটাই পছন্দ হলেও কালারের জন্য দ্বন্ধে পড়ে যায়। এটা নিয়ে এবার চিন্তা মক্ত হওয়াই যায়। 27 এপ্রিল চীনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi-এর এই ফোনটি।
Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আগেই বলে নিচ্ছি এটা ধারনাকৃত, যেহেতু এই ফোন এখনো বাজারে পাওয়া যায়নি এবং রিউমার থেকে ধারণকৃত তাই নিশ্চয়তা দেওয়া যাচ্ছেনা। যা জানা গেলো তাতে Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে স্বাচ্ছন্দ্য করে ছবি তোলা যাবে। এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। তার মানে ব্যাটারি ব্যাক আপ হিউজ। আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে না। ধরে নেওয়া যায়, গেমিংয়ের জন্যেও ভালো একটা ব্যাপআপ পেতে যাচ্ছেন। যদি ফোনটা এখনো হাতে পৌঁছায়নি তাই সরাসরি গেমিং রিভিউ দেওয়া সম্ভব হচ্ছে না। Redmi 10X এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। এক হাতে ব্যবহারে জন্য অনেক আরামদায়ক হতে পারে এটি। 205 গ্রাম কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
এক নজরে স্পেসিফিকেশন গুলো আবার তুলে ধরলাম!
KEY SPECS
Display 6.53-inch
Front Camera13-megapixel
Rear Camera48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM6GB
Storage128GB
Battery Capacity5020mAh
OSAndroid 10
Resolution2340x1080 pixels
Mobile Analyst: Sawon Kamrul
Oppo A52 এর রিভিউ দেখতে ক্লিক করুন। আইটি প্রতিদিনের সাথেই থাকুন।