Mail.com এর মেইল এড করুন আপনার জিমেইলে!

by admin
134 views

Mail.com এর মেইল এড করুন আপনার জিমেইলে কোনো প্রকার বাড়তি এপস ছাড়াই!

যারা অলরেডি Mail.com-এ নিজের ইচ্ছামতো এক্সটেনশন নিয়ে মেইল খুললেন তারা এবার নিজের জিমেইলে এ এই প্রিয় মেইলটি নিজের জিমেইলেই এড করে নেন।

শুরুতে আমরা মেইল খোলার জন্যে Mail.com এর এপস ব্যবহার করলেও এখন আপাতত প্রয়োজন হচ্ছে না। আমরা এই মেইলটি নিজেদের জিমেইলে এড করে নিলে সব সুবিধাই পাবো, তাই একটা বাড়তি এপস মোবাইলে রাখার দরকার হয়না।

তবে যারা এখনো নিজের প্রফেশন বা ইচ্ছা অনুযায়ী এখনো Mail.com থেকে মেইল খুলেন নি তারা এই লিংকে যান। বিস্তারিত পাবেন। (click here)

আমি আপনাদের ছবি না দিয়ে সহজে বুঝিয়ে বলবো কিভাবে এড করে নিবেন।

স্টেপ-১
শুরতে আপনার জিমইল এসপ ওপেন করবেন। তারপর জিমেইল থেকে সেটিংসে যাবেন। সেখান থেকে “Add Another Account” অপশনে যাবেন।

স্টেপ-২
তারপর দেখবেন, Gmail, Outlook, Yahoo, Other অপশন পাবেন। তারপর Other অপশনে ক্লিক করুন।

স্টেপ-৩
“Enter your Address” এ আপনার Mail.com এর মেইলটি বসিয়ে “Next” এ ক্লিক করুন।

স্টেপ-৪
তারপর “what type of account is this” থেকে “Personal (IMAP)” সিলেক্ট করুন।

স্টেপ-৫
Personal (IMAP) সিলেক্ট করে আপনার মেইলের পাসওয়ার্ড টি দিন। তারপর Next দিন।

স্টেপ-৬
এরপরে আপনাকে আপনার Mail, Password দেওয়ার পরে ”Server” অপশন দেখাবে। সেখানে দেখে নিবেন “imap.mail.com” ঠিকভাবে আছে কিনা! যদি না থাকে তাহলে edit করে ঠিক করে নিয়ে Next এ ক্লিক করবেন।

স্টেপ-৭
তারপর দেখে নিবেন, smtp server এ “smtp.mail.com” ঠিক আছে কিনা। না থাকলে ঠিক করে Next এ ক্লিক করবেন।

স্টেপ-৮
তারপর আপনার এই একাউন্টের অপশন ৩টা আসবে। চাইলে ঠিক করে নিতে পারেন না করলেও সমস্যা নাই আপনার সুবিধা মতো। নতুন মেইল আসলে নোটিফিকেশন, কত সময় পরপর Sync হবে আপনার Mail, এসব নিয়ে। ঠিক করে Next এ ক্লিক করুন।

তারপর এই মেইলটির নাম করার প্রয়োজন হলে করে নিবেন নাহলে Next এর ক্লিক করে কাজ শেষ করে নিবেন।

তারপর চাইলে inbox চেক করে নিতে পারেন। ব্যাস্, এই পর্যন্তই। এখন থেকে সব কিছু জিমেইল এপসে পাবেন।

কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Facebook অফিসিয়াল পেইজে মেসেজ করে জানাতে পারেন। আইটি প্রতিদিনের সাথেই থাকুন।

Related Posts

Leave a Comment