Multi View Browser এপস ব্যবহার করুন একসাথে একাধিক ব্রাউজিংয়ের মজা নিন!
তথ্য প্রযুক্তির যুগে আমরা যত দ্রুত তথ্য আদান প্রদান করবো ততটা এগিয়ে থাকবো।
আমরা যারা কোনো একটা পেশাদার কাজে যুক্ত তারা সব সময় অনেক কাজ দ্রুত করার দরকার পড়ে!
কিন্তু ব্রাউজিং, একটা সুযোগ থাকার কারণে দ্রুত করা সম্ভব হয়ে ওঠে না।
আমি আপনাদের আজকে এমন একটা এপসের সাথে পরিচয় করিয়ে দিবো যাতে করে আপনার অনেকগুলো কাজ একই ব্রাউজারে করতে পারবেন।
হ্যা, ঠিকই শুনলেন। এই এপসে আপনি আপনার সুবিধামতো একের অধিক ব্রাউজিং করতে পারবেন। এখানে আপনি দুটো কিংবা তারও বেশি তিনটি, চারটিও এক সাথে ব্রাউজিং করতে পারবেন।
এই এপসে চার টা ট্যাব একই সাথে ওপেন করে এক সাথে ব্রাউজ করা যায়, আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি ইয়ুটিউব বা অন্যান্য প্লাটফর্মে আমাদের মোবাইল দিয়ে অনেক সময় নানা ধরনের ইনফরমেশন বের করতে হয়।
তাছাড়া এই Multi view এপসে একই সাথে চারটা ইয়ুটিউব ভিডিও প্লে করা যায় এই ব্রাউজার দিয়ে। আমাদের অনেক সময় অনেক ধরনের রিভিউ বা কম্পেয়ার করার জন্য দুই তিনটি ভিডিও এক সাথে চালানোর দরকার হয়। এই এপসের মাধ্যমে এক সাথে দুই, তিন ভিডিও চালিয়ে কম্পেয়ার করতে পারবো।
এছাড়াও আমরা কোনো লাইভ আপডেট একটি ট্যাবে দেখে অন্য ট্যাবে ইরফরমেশন আপডেট করে দিতে পারবো খুবই দ্রুত এই Multi View এপসের মাধ্যমে!
যারা খুবই ব্যস্ত আর খুব দ্রুত কম্পেয়ার বা লাইভ আপডেট করতে চান তাদের জন্যে এই Multi view এপস টা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহার করেও অনেক উপকৃত হবেন।
এপসটি প্লে স্টোরেই পাবেন। এপস লিংক (click here)
ক্রেডিট: Rafsan Jani
“Wifi Speed Control” কন্ট্রোল কিভাবে করবেন জানতে ক্লিক করুন। আইটি প্রতিদিনের সাথেই থাকুন।