আমাদের ওয়েবসাইট থেকে ঘরে বসেই ফ্রীতে আপনার NID Card গ্রহণ করুন। যেটি আপনি আপনার উপজেলা থেকে নিতে ১৫০/ ২০০ টাকার মতো লাগবে। কিন্তু আমরা আপনাদের ফ্রিতেই নেওয়ার ব্যবস্থা করেছি। নিজে নিজেই নিতে পারবেন। আর করোনায় গরীবদের সাহায্যের জন্য আমরা একটা ফান্ড খুলেছি। আপনারা খুশি হয়ে সাধ্যানুযায়ী এই ফান্ডে দান করতে পারেন। আপনার সামান্য সাহায্যই কারো মুখে আমরা খাবার তুলে দিতে পারবো। পোস্টের শেষে বিস্তারিত দেওয়া আছে। ধন্যবাদ!
সবার জন্য খুশির সংবাদ, আপনারা যারা NID Card অনলাইনে খুজছিলেন তাদের জন্য। আগেই বলে রাখি, আগেই বলে রাখি NID যারা ২০১৯ সালে নিবন্ধন করে এখনও পাননি তারা এই পদ্ধতির মাধ্যমে NID কার্ডের ছবি সহ সকল তথ্য দেখতে পারবেন। জ্বি একাবারে সকল ডিটেইলস পাবেন। শুধু আপনার নিবন্ধনের সময়ের যে ফর্মটি দেওয়া হয়েছিলো সেটির নম্বর লাগবে।
সবাই কেমন আছেন! বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই ভালো যাওয়ার কথা না। তারপরেও যার যার স্হান থেকে আল্লাহ সবাইকে সুস্থ এবং হেফাজতে রাখুক এই কামনা। সবাই নিয়মাবলী মেনে সতর্ক থাকার চেস্টা করবেন।
যেই ব্যাপারে বলতেছিলাম, National ID Card এর কথা! NID আমাদের প্রত্যাহিক জীবনে অপরিহার্য। ভোট দেওয়া ছাড়াও আমাদের ব্যাক্তিগত অনেক কাজে আমরা এই ভোটার আইডি কার্ড ব্যবহার করে থাকি। আমাদের পাসপোর্ট থেকে জুরুরি যেকেনো নিবন্ধনে NID Card লেগে থাকে।
যারা ২০১৯ সালে বা এর আগে নিবন্ধন করেও এখনো অনলাইন কপি পাননি তারা নিশ্চিত দেখতে পারবেন। এরআগেও আমরা অনেকে অনলাইনে NID কার্ড পাওয়া যাচ্ছে বলে অনেকবার গুজব শুনেছি। কিন্তু এবার আর মিথ্যা না। আপনি আপনার অনলাইনে NID Card এর সকল তথ্য নিতে পারবেন।
NID Card এর জন্যে অনেকেই বিভিন্ন কাজে জন্য আটকে গেছেন এবং করোনো সংক্রমিত কারণে উপজেলা বন্ধ হওয়ায় নিতে পারছেন না তাদের জন্য অত্যন্ত জুরুরি এই পোস্ট। আবার অনেকে চেক করেও নিতে পারবেন আপনার টা ঠিকমতো আসছে কিনা। কারণ এসব কাজ আমাদের দেশে বিভিন্ন সমস্যায় আসেনা।
এরআগে বলে নিই, বাংলাদেশ সরকার এই ব্যবস্থাটি ২০২০ সালের ৩১শে মার্চ বন্ধ রেখেছিলো। পহেলা এপ্রিল এটা চালু করে। অনেকেই যারা নিয়মিত খবরাখবর রাখছেন তাদের অনেকে উজেলা থেকে ১৫০ টাকা দিয়ে মূল কপি হাতেও পেয়ে গেছেন।
আপনারা যারা এখনও পাননি তারা বর্তমানে অনলাইনের এই সুবিধা ব্যবহার করে NID কার্ড নিয়ে নিতে পারেন। এবং NID Card ব্যবহার করে সেটি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বর্তমানে সরকার NID ব্যবহার কারীদের নানা সুযোগ দিচ্ছেন। যা ব্যবহার করে আপনিও সুযোগসুবিধা নিতে পারবেন।
শুরুতে এই লিংকে ক্লিক করুন। তারপর আপনাকে নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েভসাইটে নিয়ে যাওয়া হবে।
যেখানে, আপনি “অন্যান্য তথ্য” ক্লিক করবেন ছবির মতো।
তারপর “ভোটার তথ্য” এ ক্লিক করবেন।
তারপর যেই ফর্মটি আসবে সেটি আপনি পুরণ করুন।
অবশ্যই ফরম নম্বর অপশন করে রাখবেন।
প্রথমে ভোটার নিবন্ধনের সময় যে স্লিপটি দেওয়া হয়েছে সেটি থেকে ফরম নম্বরটি সঠিকভাবে বসান।
তারপর নিবন্ধন করার সময় আপনি যে জন্ম নিবন্ধন ব্যবহার করেছেন সেটির সঠিক তারিখটা বসাবেন।
তারপর ক্যাপচা যেভাবে দেওয়া আছে সেভবে পুরণ করুন। না বুঝতে পারলে রিফ্রেশ করে নিবেন। অবশ্যই বড় হাতের, ছোট হাতের খেয়াল করবেন।
তারপর ভোটার তথ্য দেখুন-এ ক্লিক করে আপনার NID কার্ডের NID নাম্বারটা নিয়ে নিন। লাল রঙের কোডটিই হলো আপনার NID কার্ড নম্বর। চিহ্নিত করতে ভুল করবেন না।
তারপর সেটি টুকে রাখুন। তারপর ছবির মতো করে “রেজিস্ট্রার” এ ক্লিক করুন।
পরে “রেজিট্রেশন ফরম পূরণ করতে চাই” তে ক্লিক করু।
তারপর ছবির মতো একটা ফরম আসবে সেটা সাবধানতার সাথে পূরণ করুন। শুরতে অবশ্যই এন. আই. ডি নম্বরে আপনার এন. আই. ডি নম্বর দিবেন। খেয়াল করে দিবেন।
তারপরে ইমেইল, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ঠিক মতো দিবেন। শেষে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড টি অবশ্যই ইংরেজিতে দিবেন আর কমপক্ষে একটি অক্ষর বড় হাতের এবং একটি সংখ্যা ব্যবহার করবেন পাসওয়ার্ড সবসময় এটিই থাকবে তাই এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যেটি আপনি সবসময় মনে রাখতে পারবেন।
তারপরে ক্যাপচা ঠিকমতো দিবেন। তারপর “রেজিস্টার” এ ক্লিক করুন।
তারপর NID নম্বরটি এবং জন্ম সাল, মাস, বছর আবার দিবেন ছবির মতো করে। তারপর মোবাইল বা ইমেইলে যেখানে সিলেক্ট করবেন সেখান থেকে কোড আসবে। পাসওয়ার্ড ঠিক মতো দিয়ে ক্যাপচা কোড টি ঠিকমতো সাবমিট করে “সামনে” ক্লিক করে নিবেন।
আবার এন. আই. ডি নম্বর, মোবাইল, ইমেইল ঠিক মতো সাবমিট করলে কোড পাবেন, সেটি বসিয়ে রেজিস্টার সাকসেসফুল করে নিন। মোবাইল বা ইমেইল যেটিতে সিলেক্ট করেছেন সেটিতে কোড পাবেন।
তারপর নিচের ছবির মতো করে আপনার এন. আই. ডি নম্বর আবার দিবেন তাহলে আপনার লগ ইন কোড আসবে। সেটি সুন্দর মতো বসিয়ে ফেলুন। তারপর লগইন করুন।
তারপর আপনার সকল তথ্য আসবে। ঠিক যতোগুলো তথ্য আপনি নিবন্ধনের সময় দিয়েছিলেন। সবগুলো চেক করে নিবেন।
ছবিতে যে এন. আই. ডি নম্বরটি আসবে সেটিই আপনার আসল এন. আই. ডি নম্বর। ছবিটি আরো অফিসিয়াল করতে “পরিচয় বিবরণী” তে ক্লিক করুন।
কাজ শেষ, ধন্যবাদ সবাইকে। কিছু না বুঝলে বা নিতে সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে যোগাযোগ করুন।
“করোনায় গরীবদের দানের জন্যে সাধ্যমতো দান করতে পারেন”
বিকাশ নাম্বার: রকেট : +88016151189818
+8801782108379
+8801784905820
আইটি প্রতিদিনের সাথেই থাকুন।